সাততলা বস্তিতে আগুন: ক্ষতিগ্রস্ত প্রতি পরিবার পাচ্ছে ৫ হাজার টাকা

সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2023, 10:34 AM
Updated : 27 March 2023, 10:34 AM

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “দ্রুততম সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে তাদেরকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিতে সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগকে নির্দেশ দিয়েছেন মেয়ের আতিকুল ইসলাম। “

সোমবার সাকল পৌনে ৭টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Also Read: মহাখালীর সাততলা বস্তি ও কাপ্তান বাজারে আগুন, পুড়েছে ঘর

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল হক দোলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, আগুনে বস্তির বেশকিছু ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এছাড়া সোমবার রাত সোয়া ৩টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে কাপ্তান বাজারের জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনিতেও আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডে কলোনির কিছু ঘন পুড়ে যাওয়ার পাশপাশি তিন জন আহত হয়।