সোমবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগ থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
Published : 11 Feb 2025, 04:26 PM
যুবদল নেতা শামীম হত্যা মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জশিতা ইসলাম।
এদিন দীপংকরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির এসআই ফেরদৌস আলম।
আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই রুকনোজ্জামান জানান, মামলার মূলনথি না থাকায় রিমান্ড ও জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে কাকরাইলে সংঘর্ষ, ভাঙচুর ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের মধ্যে নিহত হন পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ ও যুবদলের মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডের নেতা শামীম মোল্লা।
ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় শামীমকে হত্যার অভিযোগে মামলা করা হয়।
সোমবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগ থেকে দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। তিনি ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
পরে একই আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন।
নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার গঠন করার পর দীপংকর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।