ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে বোমা ডিএমপির নিষ্ক্রিয়করণ ইউনিট।
Published : 08 Feb 2025, 01:45 PM
রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে বোমার মতো বস্তুর পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে বোমার মতো বস্তু পড়ে থাকার খবর পাওয়া যায় বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আজম।
তিনি বলেন, “বোমাসদৃশ বস্তু আছে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে তিনটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে।”
তিনি বলেন, ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হলে তারা সেখানে গিয়ে কাজ শুরু করেছে।