ওই শিক্ষার্থীর কাছ থেকে ১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
Published : 22 Oct 2023, 02:42 AM
আইফোন কেনার জন্য পরিবারের কাছে টাকা চেয়েছিল ঢাকার একটি বেসরকারি কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী। তা না পেয়ে টাকা যোগাড় করতে বন্ধুকে নিয়ে নামেন চুরিতে।
১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীকে রোববার রাতে মিরপুর ১ নম্বর শপিং কমপ্লেক্সের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। সে সময় তার কাছ থেকে প্রায় ১ লাখ টাকা উদ্ধার করা হয় বলে মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান।
তিনি বলেন, “বাসার লোকজনের কাছে আইফোন কেনার জন্য টাকা চাইলে তারা দেয়নি। তখন বন্ধুকে সঙ্গে নিয়ে ওই শিক্ষার্থী মিরপুরের পূর্ব মনিপুরের একটি বাড়িতে চুরি করে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে ওই বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ চার লাখ টাকার মালামাল চুরি হয়। এরপর পুলিশ তদন্ত করে গিয়ে সিসিটিভির ভিডিও দেখে ওই শিক্ষার্থীসহ দুজনকে শনাক্ত করে।
গ্রেপ্তারের পর ওই তরুণ চুরির বিষয়টি ‘স্বীকার করেছেন’ জানিয়ে ওসি মহসীন বলেন, “ছেলেটির কাছ থেকে নগদ টাকা উদ্ধার হলেও স্বর্ণালংকার এখনও পাওয়া যায়নি। তার বন্ধুকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)