Published : 06 Aug 2024, 06:00 PM
আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অতিক্রম ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
এ বাহিনীর জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সোমবার দুপুরে এক বার্তায় এ তথ্য জানান।
কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের তুমুল গণআন্দোলনের মুখে সোমবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকার পতনের পর সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশে এখন অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া চলছে, যে সরকার আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করবে।
চলমান এ পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা জানাল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী।