অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে সুইডেনের সমর্থনের কথা জানিয়েছেন রাষ্ট্রদূত উইকস।
Published : 02 Dec 2024, 11:56 PM
অন্তর্বর্তী সরকার দুর্নীতি হ্রাসের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সহজ করেছে জানিয়ে সুইডেনকে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, বাংলাদেশে আরও সুইডিশ বিনিয়োগকে আমরা স্বাগত জানাই। সরকার দুর্নীতি হ্রাস করেছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইন সংক্রান্ত আইএলও কনভেনশন অনুমোদনের উদ্যোগ নিয়েছে।
ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসকে সোমবার এ কথা বলেন প্রধান উপদেষ্টা। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাত করেন নিকোলাস উইকস।
রাষ্ট্রদূত বলেন, তার সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমকে সমর্থন করছে। পুলিশ, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনে সংস্কার চেষ্টার প্রতি সমর্থনের কথাও জানান তিনি।
তাদের সাক্ষাতে জুলাই-অগাস্টের আন্দোলন, সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ ও গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
মুহাম্মদ ইউনূস বলেন, সরকার নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় সংস্কার চালিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিপ্লবের মূলমন্ত্র ছিল সংস্কার।
সাক্ষাতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সিনিয়র সচিব ও মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।