সাবেক বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলামের স্ত্রী শেনীন রুবাইয়াত, তাদের ছেলে জুহায়ের শারার ইসলাম ও শাহদান ইসলামও আছেন এই তালিকায়।
Published : 13 Feb 2025, 07:06 PM
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগমসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুদকের পৃথক আবেদনের শুনানি করে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী, তার স্ত্রী বেগম গোলেনুর, তার মেয়ে সিরাজগঞ্জ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুস সালাম, সাবেক বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলামের স্ত্রী শেনীন রুবাইয়াত, তাদের ছেলে জুহায়ের শারার ইসলাম ও শাহদান ইসলাম, শিবলীর স্বার্থ সংশ্লিষ্ট শেখ শামসুদ্দিন আহমেদ, মো. মাহবুবুল আলম, মো. সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, শেখ মাহবুব উর রহমান, মোহাম্মদ মাহমুদুল হক, এসকে মো. লৎফুল কবির ও মোহা. রশীদুল আলম।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের স্ত্রী-সন্তানসহ ১১ জনের বিষয়ে; দুদকের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন সাবেক মন্ত্রী নুরুজ্জামানসহ দুজনের এবং উপপরিচালক আবু সাইদ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা হোসেন আলীসহ চারজনের বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত সব আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
স্ত্রীসহ নুরুজ্জামানের আবেদনে বলা হয়, আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
গত ৩ ফেব্রুয়ারি নুরুজ্জামান, তার স্ত্রী ও ছেলে রাকিবুজ্জামানের বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।
তার আগেই ৩০ জানুয়ারি রংপুর নগরের একটি বাসা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।
শিবলী রুবাইয়াতুল ইসলামের স্ত্রী-সন্তানসহ ১১ জনের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। তারা দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।
বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতকে গত ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে অন্য মামলায় গ্রেপ্তার করা হয়।