এবার আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে ৪০ হাজার ৬২৭ জন আবেদন করেছেন।
Published : 07 Apr 2025, 12:37 AM
বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ (বহু নির্বাচনি) পরীক্ষা আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ঘণ্টাব্যাপী এ পরীক্ষা ওই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত নেওয়া হবে বলে রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বার কাউন্সিলের সচিব জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার।
এতে বলা হয়েছে, এমসিকিউ পরীক্ষার রোল নম্বর ভিত্তিক পরীক্ষা কেন্দ্রের তালিকা, অনলাইনে প্রবেশপত্র পাওয়াসহ পরীক্ষা সংক্রান্ত বিষয়ের বিস্তারিত পরে নোটিস আকারে জানানো হবে। বার কাউন্সিলের ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) তা প্রকাশ করা হবে।
এবার আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে ৪০ হাজার ৬২৭ জন আবেদন করেছেন বলে ফেইসবুকে এক পোস্টে বলেছেন বার কাউন্সিল এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।