প্রশ্নমালা পূরণ করে মতামত দিতে সুপ্রিম কোর্ট প্রশাসন এই নির্দেশনা দিয়েছে।
Published : 11 Dec 2024, 10:10 PM
বিচার বিভাগ সংস্কারে বৃহস্পতিবারের মধ্যে জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মতামত দিতে বলেছে বিচার বিভাগ সংস্কার কমিশন।
এদিনই শেষ হচ্ছে তাদের মতামত ও প্রস্তাব পাঠানোর সময়।
এ বিষয়ে নির্ধারিত অন্তত ৫০টি প্রশ্নমালা পূরণ করে মতামত দেওয়ার পাশাপাশি প্রস্তাব পাঠাতে রোববার আবারও সুপ্রিম কোর্ট প্রশাসন বিচার বিভাগীয় এই কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করেছে। বিচার বিভাগ সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত সংগ্রহের জন্য কমিশন একটি ওয়েবসাইট www.jrc.gov.bd চালু করেছে।”
ওয়েবসাইটে বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠী বা অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে আলাদা প্রশ্নমালা সন্নিবেশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য (জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) প্রযোজ্য প্রশ্নমালা পূরণ করে তাদের মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিচার বিভাগ সংস্কার কমিশনের ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য দেওয়া নির্ধারিত প্রশ্নমালা পূরণসহ বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারো সুনির্দিষ্ট প্রস্তাব বা মতামত থাকলে তা ১২ ডিসেম্বরের মধ্যে পাঠাতে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।
সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে ওই প্রস্তাবের মুদ্রিত অনুলিপি কমিশনের ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করেছে কমিশন।
এর আগে ৭ ডিসেম্বরের মধ্যে তাদের এ বিষয়ে মতামত পাঠাতে বলা হয়েছিল।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। প্রায় দুই মাস পর সংবিধান, জনপ্রশাসন, নির্বাচনব্যবস্থা, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কারে প্রথম ধাপে কমিশন গঠন করা হয়।
বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কারে সুপারিশ করার লক্ষ্যে ৩ অক্টোবর গঠন করা হয় ‘বিচার বিভাগ সংস্কার কমিশন’।
সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের কমিশন বিচার বিভাগের সংস্কারে সুপারিশ প্রস্তুতের লক্ষ্যে কাজ করছে। সুপারিশ জমা দিতে কমিশনকে ৯০ দিন সময় দেওয়া হয়েছে।
পুরনো খবর: