আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ২৮-২৯ তারিখের পর তাপমাত্রা বাড়ার দিকে যাবে৷
Published : 25 Jan 2025, 01:39 PM
দুই জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এ পরিস্থিতি বুধবার পর্যন্ত চলতে পারে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিন বলা হয়েছে, দিনাজপুর ও পঞ্চগড় জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ পরিস্থিতি কাল থেকে আরও বিস্তার হতে পারে এবং এটাই আমাদের শেষ শৈত্যপ্রবাহ হতে পারে। ২৮/২৯ তারিখের পর তাপমাত্রা বাড়ার দিকে যাবে৷”
আবহাওয়ার জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক-দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়; ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।
শনিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয় দিনাজপুরে। এসময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপথ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে