আগে আনসার বাহিনীতে বিদ্রোহের জন্য কোনো সাজার বিধান ছিল না।
Published : 12 Feb 2024, 11:19 AM
বিদ্রোহ করলে বা বিদ্রোহে প্ররোচনা দিলে আনসার সদস্যদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ‘বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বলেন, আগের আইনে কিছু ক্ষেত্রে শাস্তির বিধান ছিল না। বিশৃঙ্খলা সৃষ্টি করলে কি সাজা দেওয়া হবে তা নির্দিষ্ট করা হয়েছে। বিদ্রোহ করলে বা বিদ্রোহে প্ররোচনা দিলে সাজা হবে মৃত্যুদণ্ড। আগে আনসার বাহিনীতে বিদ্রোহের জন্য কোনো সাজার বিধান ছিল না।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)