বিসিএসআইআরে বিজ্ঞান মেলা শুরু

স্কুল-কলেজের শিক্ষার্থীরা তিনটি বিভাগে নিজেদের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2023, 05:39 PM
Updated : 12 March 2023, 05:39 PM

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) শুরু হয়েছে তিন দিনের বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা।

রোববার সকালে শুরু হওয়া মেলা উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান; চলবে মঙ্গলবার পর্যন্ত।

মেলায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের প্রযুক্তি বিষয়ক প্রকল্প প্রদর্শন করছে। এতে তিনটি বিভাগে অংশ নিয়েছে শিক্ষার্থীরা।

মেলার ১০০টি স্টলের মধ্যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ২২টি, নবম থেকে দশম শ্রেণির ২৭টি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণির ২০টি, বিসিএসআইআরের গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শনের ৪টি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড ও সেবা প্রদর্শনের জন্য ৫টি এবং বিসিএসআইআরের সহায়তাপুষ্ট শিল্পোদ্যোক্তারা ৯টি স্টলে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছে।

শুরুর দিনেই ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ মুখরিত থাকতে দেখা গেছে।

উদ্বোধন অনুষ্ঠানে ইয়াফেস ওসমান বলেন, “শিশুরাই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার সৈনিক। মাননীয় প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের উপর বিশ্বাস ও আস্থা রেখে তাদের চাকরির বয়স ৬৯ বছর করেছিলেন। বাঙালিদের মধ্যে কী সম্ভাবনা আছে তা বঙ্গবন্ধু জানতেন।

“আমাদের শিশুরা দেশের বর্তমান সমস্যা নিয়ে নানা প্রকল্প উপস্থাপন করছে। এ বাচ্চারাই একদিন পৃথিবী জয় করবে।”

বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আ ফ ম রুহুল হক।