Published : 11 Jul 2023, 12:06 AM
ঢাকার মগবাজারে ট্রেনে কাটা পড়ে এক পুলিশ সদস্য মারা গেছেন।
সোমবার সন্ধ্যায় দিলু রোড ও বিএফডিসির মাঝামাঝি স্থানে রেল লাইনে তিনি কাটা পড়েন বলে রেল পুলিশ জানিয়েছে।
নিহত পুলিশ কনস্টেবল ইউসুফ আলী খান (৫৯) অবসরোত্তর ছুটিতে ছিলেন।
ঢাকা রেলওয়ে থানার এএসআই মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমলাপুর ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেসের নিচে কাটা পড়েন ইউসুফ।
মুগদার মাণ্ডার দানবের গলিতে পরিবার নিয়ে থাকতেন ইউসুফ। তবে তিনি কেন মগবাজার গেলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
ইউসুফ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরাদী গ্রামের মৃত আব্দুর রহিম খানের ছেলে।