২০২২ সালের মার্চে ঢাকার খিলগাঁও এলাকায় হেরোইনসহ আরিফকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 31 Jan 2024, 07:12 PM
এক বছর আগে ঢাকার খিলগাঁওয়ে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার ১০ নম্বর বিশেষ জজ নজরুল ইসলাম বুধবার এ মামলার রায় ঘোষণা করেন।
আসামি আরিফ হোসেন মাদারীপুরের শিবচর থানার মৃত আবুল কালামের ছেলে।রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায় ঘোষণার আগে আরিফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।
দণ্ডিতের আইনজীবী আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জেরার কারণে ওর মৃত্যুদণ্ড হয়নি। উচ্চ আদালতে আপিল করব। দেখি সাজা কমে কিনা।”
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২২ মার্চ সন্ধ্যায় খিলগাঁও থানাধীন নন্দীপাড়া টিয়া সংঘ ক্লাবের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইনসহ আরিফকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই ঘটনায় খিলগাঁও থানার এসআই নাজমুল হুদা মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২৫ মে আদালতে অভিযোগপত্র দেন একই থানার এসআই রোকন উদ্দিন।