এ পর্যন্ত ১১টি ফ্লাইটে সবমিলিয়ে ৬৯৭ জনকে বাংলাদেশে ফেরানোর করার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
Published : 22 Nov 2024, 05:11 PM
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে আরও ৮২ জন বাংলাদেশিকে ফেরানো হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় নামেন তারা।
লেবানন থেকে ফিরতে আগ্রহীদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ ব্যবস্থাপনায় ফেরানো হচ্ছে।
এ পর্যন্ত ১১টি ফ্লাইটে সবমিলিয়ে ৬৯৭ জনকে বাংলাদেশে ফেরানোর করার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ ও ইসরায়েল। সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ইসরায়েল লেবাননে আক্রমণের গতি বাড়িয়েছে।
লেবাননে লাখখানেকের মত প্রবাসী বাংলাদেশি থাকার ধারণা করেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। যুদ্ধাবস্থার মধ্যে দেশে ফিরতে ১ হাজার ৮০০ জন নিবন্ধন করার কথা এর আগে জানিয়েছিল সরকার।
তাদেরকে ফেরানোর প্রক্রিয়ার মধ্যে গত ২ নভেম্বর ইসরায়েলি বিমান হামলায় এক বাংলাদেশি নিহত হন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকজন বাংলাদেশির আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসতে আগ্রহী আটকে পড়া ৮২ জন বাংলাদেশির মধ্যে ৭৬ জন সরকারি ব্যয়ে এবং ৬ জন আইওএম’র অর্থায়নে দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের সঙ্গে যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, লেবাননে সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যত জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে চান, তাদের সবাইকে সরকারি খরচে দেশে ফেরত আনা হবে। এছাড়া যেসব প্রবাসী বাংলাদেশি ফিরে আসতে অনিচ্ছুক, তাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা রয়েছে সরকারের।