ওই ছয়জনকে খুঁজতে ৬ অগাস্ট র্যাব সদর দপ্তরে গিয়েছিলেন পরিবারের সদস্যরা।
Published : 21 Oct 2024, 05:27 PM
র্যাব ও ডিবির বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে গুম করার বর্ণনা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তাদের পরিবারের সদস্যরা।
সোমবার সকালে প্রসিকিউশন কার্যালয়ে পাঁচজনের পরিবারের সদস্যরা অভিযোগ দাখিল করেন। আরেকজনের পরিবারের সদস্য হাজির হতে না পারায় অভিযোগ দিতে পারেননি।
পরে শিবিরের আইন বিষয়ক সহ-সম্পাদক আমানুল্লাহ আল জিহাদী আদিব সাংবাদিকদের বিস্তারিত জানান।
এ ছয় শিবির নেতা হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বায়তুলমাল সম্পাদক শাহ মো. ওয়ালীউল্লাহ, একই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক মো. মোকাদ্দেস আলী, ঢাকা ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজির ডেন্টাল শেষ পর্বের শিক্ষার্থী ও কুষ্টিয়ার মিরপুর থানা সভাপতি হাফেজ জাকির হোসেন, বান্দরবার ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা সেক্রেটারি জয়নাল আবেদীন, যশোরের বেনাপোলের বাগাছড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও থানা সেক্রেটারি রেজোয়ান হোসাইন এবং ঝিনাইদহ সদরের সিদ্দিকীয় কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও থানা সেক্রেটারি মু. কামরুজ্জামান।
আমানুল্লাহ আল জিহাদী আদিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের মধ্যে ৬ জন এখনও গুম আছেন। ওই ছয়জনকে খুঁজতে ৬ অগাস্ট র্যাব সদর দপ্তরে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। কর্তৃপক্ষ তাদের সহযোগিতা করবে বলে জানালেও এখনও কোনো তথ্য দিতে পারেনি।
“এরই পরিপ্রেক্ষিতে গুম হওয়া ৬ নেতাকর্মীর সন্ধান ও র্যাব-ডিবির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তাদের পরিবারের সদস্যরা।”