তিন ওসিসহ ৪ পরিদর্শক রদবদল ডিএমপিতে

পল্লবী, খিলগাঁও ও শাহজাহানপুর থানার ওসি রদবদল করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2023, 05:30 PM
Updated : 25 May 2023, 05:30 PM

ঢাকা মহানগর পুলিশের তিনটি থানার ওসিসহ চার পরিদর্শককে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক এই বদলির আদেশ দেন।

আদেশে পল্লবী থানার ওসি পারভেজ ইসলামকে মিরপুর বিভাগের গোয়েন্দা পুলিশের পরিদর্শক, মিরপুর বিভাগের গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান মিয়াকে পল্লবী থানায় ওসি করা হয়েছে।

এছাড়া খিলগাঁও থানার ওসি ফারুকুল আরশকে শাহজাহানপুর থানায় এবং শাহজাহানপুর থানার ওসি মনির হোসেন মোল্লাকে খিলগাঁও থানায় বদলি করা হয়েছে।