মৃণালের বিরুদ্ধে মামলায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৫৫ লাখ ১৭ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
Published : 18 Mar 2025, 03:51 PM
জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও তার স্ত্রী নীলিমা দাসের বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা করার তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
প্রথম মামলায় আসামি মৃণাল কান্তি দাস; মামলাটি করেছেন দুদকের সহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজ।
এই মামলায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৫৫ লাখ ১৭ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে তার আটটি ব্যাংক হিসাবে ১ কোটি ২২ লাখ টাকা জমা এবং ১ কোটি ১৮ লাখ টাকা তোলাসহ মোট ২ কোটি ৪০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
দুদকের অভিযোগ, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থের অবৈধ উৎস গোপন করতে সাবেক এমি মৃণাল কান্তি এসব সম্পদ ‘রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন’।
দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি নীলিমা দাস তার স্বামীর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৪৫ লাখ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।
এছাড়া, ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে তার ৩০টি ব্যাংক হিসাবে ৮ কোটি ১২ লাখ টাকা জমা এবং ৮ কোটি ছয় লাখ টাকা তোলাসহ মোট ১৬ কোটি ১৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থের অবৈধ উৎস গোপন করতে তিনি এই সম্পদ রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করেছেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে।
দ্বিতীয় মামলাটি করেছেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার।
মৃণাল ও নীলিমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২)(৩) ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা; এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ২৪ অক্টোবর দুদকের আবেদনের প্রেক্ষিতে মৃণাল ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে আদালতে।
বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনে দুদক বলেছিল, মৃণাল কান্তি দাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
মৃণালের নামে ঢাকার ধানমন্ডিতে ১৭৮৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে, যার দাম ১ কোটি টাকা। আর পূর্বাচলে রয়েছে কয়েক কোটি টাকার সাড়ে সাত কাঠার একটি প্লট।
এর বাইরে মোহাম্মদপুরে মৃণাল কান্তির স্ত্রী নীলিমার নামে সাড়ে ১০ কাঠার ওপর একটি বহুতল ভবনের খোঁজ মিলেছে।