“এখনই বন্যা পরিস্থিতি দেখতে সড়ক পথে ফেনী যাচ্ছি,” বলেন উপদেষ্টা।
Published : 22 Aug 2024, 04:41 PM
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়া ফেনীর পরিস্থিতি পর্যবেক্ষণ যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন শেষে বিকাল ৩টার দিকে ফেনীর পথে রওনা হওয়ার কথা জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফারুকী আজম বলেন, “এখনই বন্যা পরিস্থিতি দেখতে সড়ক পথে ফেনী যাচ্ছি।”
এ জেলার তিন উপজেলার বিস্তীর্ণ জনপদে পানিবন্দি সাড়ে তিন লাখ মানুষের প্রাণ বাঁচানোই এখন মুখ্য হয়ে উঠেছে। বন্যাকবলিতরা বলছেন, ফেনীতে এমন ভয়াবহ বন্যা আগে দেখেনি কেউ। প্রতিনিয়ত পরিস্থিতির অবনতি হচ্ছে। ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার প্রায় ৯৫ শতাংশ এলাকা ডুবে গেছে।
বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ, নেই বিদ্যুৎ সংযোগ। বেশিরভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্ট গার্ডের ২৪টি বোট নিয়োজিত রয়েছে। তাদের পাশাপাশি বিজিবি, ফায়ারসার্ভিস ও স্বেচ্ছাসেবীরাও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন।
তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং পানির প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন অঞ্চলে বানভাসি মানুষের বাঁচার আকুতি প্রবল হয়ে উঠেছে।
আরও পড়ুন-
ভয়াবহ বন্যায় বিচ্ছিন্নপ্রায় ফেনী, মহাবিপদে সাড়ে তিন লাখ মানুষ