২ নভেম্বর আমিনুলকে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
Published : 14 Jan 2024, 04:46 PM
পল্টন থানার নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হককে একদিন জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।
এদিন আমিনুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
তার উপস্থিতিতে পল্টন থানায় দয়ের করা এ মামলায় গত ২ জানুয়ারি তার সাত দিন রিমান্ড চাওয়া হয়েছিল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আসামির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।
রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. তরীকুল ইসলাম।
রোববার দুপুরে তাকে এ মামলায় আদালতে তোলা হয়।
এ সময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে আমিনুলকে জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের সময় গ্রেপ্তার করা আসামিরাসহ এজাহারনামীয় পলাতক আসামিরা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করে। নেতাদের উসকানিমূলক বক্তব্যে প্ররোচিত ও উৎসাহিত হয়ে প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আক্রমণ করে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা দুষ্কৃতিকারীদের ধাওয়া দিলে তারা কাকরাইল মোড়ের দিকে আসে এবং সেখানে থাকা পুলিশ সদস্যদের উপর ইট-পাটকেল নিক্ষেপসহ বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে আক্রমণ করে।
২ নভেম্বর বৃহস্পতিবার ভোরে গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ আমিনুলকে ‘তুলে নিয়ে যায়’ বলে অভিযোগ করেছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
পরদিন আদালত পল্টন থানার একটি মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর থেকে তিনি কারাগারে আছেন।