ঢাকার মেরাদিয়ায় পিটুনিতে আহত যুবকের মৃত্যু

এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 04:14 PM
Updated : 8 May 2023, 04:14 PM

ঢাকার খিলগাঁওয়ের মেরাদিয়ায় পিটুনিতে আহত এক যুবক হাসপাতালে মারা গেছেন।

শুক্রবার সকালে মেরাদিয়া নয়াপাড়া এলাকায় টাইলস মিস্ত্রী মো.ইমরানকে (২৮)পিটিয়ে আহত করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,পূর্ব শত্রুতার জের হিসাবে স্থানীয় কয়েকজন তাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তার মৃত্যু হয়।

এই ঘটনায় একজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে ওসি জানান, ইমরানকে আহত করা বা হাসপাতালে ভর্তির কোনো বিষয়ই তার পরিবার পুলিশকে জানায়নি। মৃত্যুর পর তারা পুলিশ জানায়।

ইমরানের বড় ভাই মো.হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে স্থানীয় কয়েকজন তাকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

তাদের মধ্যে শহিদ, সবুজ, ইব্রাহিমের নাম উল্লেখ করে হানিফ বলেন, “এরা জুয়াড়ু এবং মাদকসেবী।”

তাদের গত বৃহস্পতিবার স্থানীয় একটি রিকশার গ্যারেজ থেকে জুয়া খেলার অভিযোগে পুলিশ ধরে থানায় নিয়েছিল বলে জানান হানিফ।

তিনি বলেন, রাতে তারা ছাড়া পাওয়ার পর সকালে তার ভাইকে ডেকে ওই রিকশার গ্যারেজে নিয়ে লোহার পাইপ দিয়ে বেধড়ক পেটায়।

হানিফ বলেন, “আমার ভাই নাকি পুলিশ ডেকে তাদের ধরিয়ে দিয়েছে। আর এ জন্য উচিৎ শিক্ষা দিতে তারা ইমরানকে পিটিয়েছিল।”

এদিকে খিলগাঁও থানার ওসি ফারুকুল বলেন, ইয়াবা সেবনের কারণে ওই রাতে কাউকে থানায় ধরে আনা হয়নি। তবে তাস খেলার ঘটনা আঁচ করে সেখানে কয়েক যুবককে সতর্ক করা হয়েছিল।

তিনি বলেন, “প্রকৃত ঘটনা কী, তা পরিষ্কার না। তাছাড়া হাসপাতালে ভর্তির সময় পরিবারের সদস্যরা চিকিৎসককে জানিয়েছিল, ইমরান ছাদ থেকে পড়ে আহত হয়েছে।”

ইমরানের মৃত্যুর পর একটি মামলা হয়েছে। সেই মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি। তবে তার পরিচয় জানা যায়নি।