প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আইওআরএ মন্ত্রীদের

এফটিএর গুরুত্ব তুলে ধরেন জোটের প্রতিনিধিরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2022, 05:33 PM
Updated : 25 Nov 2022, 05:33 PM

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য ঢাকা সফররত সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার ওই বৈঠকে কমোরোস, ভারত, মালদ্বীপ, মোজাম্বিক, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনের মন্ত্রীরা ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে সরকারের ‘রূপকল্প-২০৪১’ সম্পর্কে তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে দেশকে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, সমতাভিত্তিক ও উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে এ রূপকল্প প্রণয়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ব্যবসায়িক প্রতিনিধিদল ও চেম্বার কর্মকর্তাদের মধ্যে ভিভিআইপি সফর বিনিময় ও পরিদর্শন নিয়মিত হওয়া উচিত। বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য ব্যবসায়ীদের এবং জনগণের মধ্যে আরও যোগাযোগ হওয়া উচিত।

আইওআরএ সদস্য দেশগুলোর মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) হলে তার সুফল সবাই পাবে বলে সফররত প্রতিনিধিরা অভিমত জানান।