"নৌকাটি ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করে, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারত।"
Published : 09 Apr 2025, 12:16 AM
অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টার সময় গভীর সমুদ্র থেকে দুই শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে নৌ বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ মঙ্গলবার গভীর সমুদ্র থেকে ‘এফভি কুলসুমা’ নামের একটি মাছ ধরার নৌকা আটক করে।
সেখান থেকে মিয়ানমারের ২১৪ জন ‘বাস্তুচ্যুত নাগরিককে’ আটক করার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “তারা সকলেই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে যাত্রা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।"
আইএসপিআর বলছে, সেন্টমার্টিনস থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি মাছ ধরার নৌকার ‘সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে’ নৌ বাহিনীর জাহাজ সেখানে গিয়ে তাদের গতি রোধ করে।
"এ সময়ে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। যাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।"
আটকদের জিজ্ঞাসাবাদের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌকাটি গত ৮ এপ্রিল রাত ২টায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।
"নৌকাটি ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করে, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারত।"
‘আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য’ নৌকাসহ আটক সকলকে সেন্টমার্টিনসে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনে হস্তান্তর করার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।