কমিটি সংঘর্ষের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনাটিও খতিয়ে দেখবে।
Published : 17 Jul 2024, 07:32 PM
কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় ‘অনুসন্ধান কমিটি’ গঠন করেছে রংপুর মহানগর পুলিশ।
চার সদস্যের এ কমিটি কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনাটিও খতিয়ে দেখবে।
বুধবার বিকালে রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. সায়ফুজ্জামান ফারুকীকে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “টোটাল ঘটনা নিয়ে আমরা একটি অনুসন্ধান কমিটি করেছি। মৃত্যুর ঘটনাসহ সার্বিক বিষয় কমিটি অনুসন্ধান করবে।”
মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে রংপুর জেলা স্কুল মোড়ে থেকে মিছিল নিয়ে বের হলে লালবাগ খামার মোড়ে শিক্ষার্থীদের আরেকটি মিছিল তাদের সঙ্গে যোগ দেয়। পরে মিছিলটি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটক দিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে।
এসময় সেখানে থাকা ছাত্রলীগের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে পুলিশের সঙ্গেও শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। এতে আবু সাঈদসহ পুলিশ ও বেশ কয়েক শিক্ষার্থী আহত হন।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আবু সাঈদের চিকিৎসা শুরুর আগেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এদিকে বুধবার রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে জাফরপাড়া মাদরাসা মাঠে সাঈদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয় তাকে।
কোটা: 'ও ভাইও হামাক এনা বোন কয়া ডাকো রে', সাঈদের বোনের আহাজারি