রায়ের বাজারে ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহীর মৃত্যু

নিহত রাব্বি রায়ের বাজারের একটি মুরগির দোকানের কর্মচারী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2023, 06:20 AM
Updated : 8 Jan 2023, 06:20 AM

ঢাকার রায়ের বাজারে বুদ্ধিজিবী কবরস্থানের সামনের রাস্তায় ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী এক যুবকের প্রাণ গেছে।

রোববার ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত ওই যুবকের নাম মো. রাব্বি, বয়স ২০ বছর। ওই ভ্যানের চালক ওয়াহিদ মিয়াও (৬০) আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “ভ্যানচালক ওয়াহিদ একজন মুরগি ব্যবসায়ী, আর নিহত রাব্বি ছিলেন তার দোকানের কর্মচারী।

“দুর্ঘটনার পর ওয়াহিদ মিয়া নিজেই রাব্বিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত মুরগি ব্যবসায়ী ওয়াহিদ বলেন, রায়ের বাজার বালুর মাঠ এলাকায় তার দোকান। তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় এসিআই নব টাওয়ারে তিনি মুরগি সরবরাহ করেন।

সেখানে মুরগি দিয়ে রাত ৩টার দিকে ভ্যানে করে ফেরার পথে বুদ্ধজীবী কবরস্থানের পাশে তিন রাস্তার মোড়ে একটি ট্রাক সামনে থেকে ভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহত রাব্বির বাড়ি নরসিংদী জেলার রায়পুরায়।