ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
Published : 10 Jul 2015, 03:50 PM
আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার এক শোক বার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডে ভোর ৫টার দিকে নূরানী জর্দা কারখানায় জাকাতের কাপড় নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ২৭ জন মারা যান।
এ ঘটনায় আহত অর্ধশতাধিক নারীকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।