প্রত্যেক জেলায় ‘সাইবার ক্রাইম কন্ট্রোল কমিটি’ গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
Published : 26 Aug 2014, 08:28 PM
মঙ্গলবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি যেমনভাবে মানুষের কল্যাণে কাজ করছে তেমনি অপরাধ বিস্তারেও ভূমিকা রাখছে। সাইবার ক্রাইম সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য জন্য প্রত্যেক জেলায় ‘সাইবার ক্রাইম কন্ট্রোল কমিটি’ গঠন করা হবে।
এই কমিটিতে পুলিশ, প্রযুক্তিবিদ ও সেবা গ্রহীতাদের প্রতিনিধিরা থাকবেন বলে জানান তিনি।
সেমিনারে নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাইবার নিরাপত্তা কর্মসূচির প্রকল্প পরিচালক মাহবুবা পান্না প্রমুখ বক্তব্য রাখেন।