জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাপা’র সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাহমুদ হাসান (৬৮) মারা গেছেন।
Published : 05 Feb 2014, 07:49 AM
মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
কাজী হাসান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শাসনামলে তার স্টাফ অফিসার ছিলেন।
তার মৃত্যুতে এইচ এম এরশাদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক শোক প্রকাশ করেছেন।
নিহতের ছোট ভাই মাহবুবুল আলম গোলাপ জানান, রাত ৯টার দিকে তার ছোট মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে হঠাৎ মাথা ঘুরে ঘরের মেঝেতে পড়ে যান বড় ভাই মাহমুদ। পরে তাকে দ্রুত প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন তিনি।
স্বজনরা দেশের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে জানাজার সময় নির্ধারণ করা হয়নি। লাশ সম্মিলিত সামরিক হাসপাতলের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়েছে।