বিএনপি নেতা ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
Published : 17 Apr 2013, 08:50 AM
বিএনপির এই সাংগঠনিক সম্পাদক নিখোঁজ হওয়ার এক বছর পূর্ণ হওয়ার দিন বুধবার তার বনানীর বাসায় লুনার সঙ্গে কথা হয় সাংবাদিকদের।
িনি বলেন, “এখনো আমি বিশ্বাস করি, সরকার আন্তরিক হলে আমার স্বামী আমার কাছে ফিরে আসবে। তাই আল্লাহর ওপর ভরসা করে আছি।”
গত বছর ১৭ এপ্রিল রাতে বনানীর বাসা থেকে নিজের গাড়িতে করে বের হন বিএনপির সিলেট জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ইলিয়াস আলী নিখোঁজের পর তাকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত করেছিলেন তাহসীনা রুশদীর লুনা।
অথচ ঘটনার পর এক বছর পেরিয়ে গেলেও ইলিয়াসের নিখোঁজ হওয়া নিয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের অগ্রগতিও তাকে জানানো হয়নি বলে অভিযোগ করেন লুনা।
বিএনপির পক্ষ থেকে খন্দকার মোশাররফ হোসেন ও সহ-সভাপতি সাদেক হোসেন খোকা সকাল সোয়া ১০টার দিকে বনানীর সিলেট হাউজে গিয়ে ইলিয়াসের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানান।
বড় ছেলে আবরার ইলিয়াস, ছোট ছেলে লাবি সারার ও ছোট মেয়ে সাইয়ারা নাউয়ালকে নিয়ে বনানীর এ বাড়িতেই থাকেন তাহসিনা রুশদীর লুনা।
সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ইলিয়াস আলীকে গুম করেছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির এই অভিযোগ প্রত্যাখান করে আসছে।