ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় ধর্মভিত্তিক সংগঠন হিযবুত তাহরীর বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হিযবুত তাহরীর নিয়ে চূড়ান্ত গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরই সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে।"
স্বরাষ্ট্র সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার থেকে হিযবুত তাহরীরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তুরস্কসহ বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কারণে সংগঠনটি নিষিদ্ধ রয়েছে। আমরাও দীর্ঘদিন থেকে সংগঠনটির কার্যক্রম পর্যবেক্ষণ করেছি। আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে, এ সংগঠনটির কার্যক্রম দেশে জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ জন্য সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে।"
সা