ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু, একদিনেই ভর্তি ২৭ জন

বর্ষার শুরুতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকার মধ্যে ঢাকায় এইডিস মশাবাহিত এ ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2022, 03:00 PM
Updated : 21 June 2022, 03:01 PM

আর গত একদিনে রাজধানী ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন এসব রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৬ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়, যিনি সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বেশ কয়েক বছর থেকে বর্ষাকাল এলেই ডেঙ্গু রোগের জীবাণুবাহী এইডিস মশার প্রাদুর্ভাব বাড়ে। এ সময় এ মশার কামড়ে ভাইরাস আক্রান্ত হয়ে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২১ সালে দেশে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে মারা যান ১০৫ জন, যাদের ৯৫ জন ঢাকার বাসিন্দা। গত বছরজুড়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ২৩ হাজার ৬১৭ জন ছিলেন ঢাকার বাসিন্দা।

ডেঙ্গু এ বছর আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মে মাসেই হুঁশিয়ারি দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

রাজধানীতে কারও বাসাবাড়ি বা স্থাপনায় এ রোগের জীবাণুবাহী এইডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেন।

এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে এইডিস মশার প্রজননস্থল ধ্বংসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ অঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর ঘোষণা দেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

আগামী ৪ মাস এ অভিযান পরিচালনা করা হবে জানিয়ে গত ১৪ জুন তিনি বলেন, বার বার বোঝানোর পরও যারা ডেঙ্গুর বিপদ নিয়ে সচেতন হচ্ছেন না, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেই এ অভিযান। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত এ সংখ্যা ছিল ৮০৮ জন। অর্থাৎ অর্ধেকের বেশিই জুন মাসের প্রথম ২১ দিনে ভর্তি হয়েছেন।

এ ছাড়া জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন এবং মে মাসে ১৬৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দেশজুড়ে আক্রান্তের মধ্যে ৬৯৭ জন ঢাকা মহানগরের বাসিন্দা। বাকিদের মধ্যে ঢাকা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহীতে একজন, রংপুরে ৩ জন এবং বরিশালে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: