এ বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল

দেশে এ বছর মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃত্যুর সংখা ১০০ জন ছাড়িয়ে গেল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2021, 04:00 PM
Updated : 9 Dec 2021, 04:00 PM

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তাতে জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ১০১ জনের মৃত্যু হল।

গত ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এই রোগে ৩১ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে বছরের শুরু থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৮৭০ জনে।

এ পর্যন্ত যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ২৭ হাজার ৫৫৬ জন। এখনও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২১৩ জন ডেঙ্গু রোগী।

তাদের ১৪৫ জনই ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি। অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৬৮ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর এই সংখ্যা বাংলাদেশে এ যাবতকালে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে সারাদেশে ১৪৮ জনের মৃত্যু নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সে বছর ১ লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তারপর এ বছরই দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পেয়েছে বাংলাদেশ।

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত জুলাই মাস থেকে উদ্বেগ বাড়াতে থাকে ডেঙ্গু। সেপ্টেম্বর মাসে এ মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৮৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ওই মাসে মারা যান ২৩ জন।

তার আগে অগাস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিন। আর ডেঙ্গুতে প্রাণ যায় ৩৪ জনের।

অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন ৫ হাজার ৪৫৮ জন, মৃত্যু হয় ২২ জনের।

নভেম্বর মাসে ৩ হাজার ৫৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হন, মারা যায় ৭ জন।

আর বছরের শেষ মাস ডিসেম্বরের প্রথম আট দিনে ডেঙ্গু নিয়ে ৬৪৮ জন হাসপাতালে গেছেন; এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।