লকডাউনের নবম দিনে বেড়েছে গ্রেপ্তার ও জরিমানা

করোনাভাইরাস নিয়ন্ত্রণে ঈদের পরের চলমান লকডাউনের নবম দিনে রাজধানী ঢাকায় ৪৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যা আগের দিনের তুলনায় এক'শ জন বেশি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 02:57 PM
Updated : 31 July 2021, 02:57 PM

শনিবার ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি এক বার্তায় এই তথ্য জানায়।

বার্তায় বলা হয়, এদিন ভ্রাম্যমান আদালত ২০২ জনকে ২ লাখ ৬ হাজার ৭১০ টাকা জরিমানা করেছে। আগের দিন শুক্রবার ১০৮ জনের কাছ থেকে আদায় করা হয়েছিল ৬৭ হাজার ৯৪০ টাকা।

শনিবার গাড়ি থেকে জরিমানা আদায়ের পরিমাণও অনেক বেড়েছে। এদিন ৪৪০টি গাড়ির বিরুদ্ধে ১০লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। আগের দিনের চেয়ে যা সোয়া দুই লাখ টাকা বেশি।

এদিকে র‌্যাব পৃথক বার্তায় জানিয়েছে, লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে শনিবারও নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।

এদিন দেশব্যাপী র‌্যাবের ১৭৪টি টহল ও ১৭৭টি চেকপোস্টের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়।

বিধিনিষেধ অমান্য করায় ১৬টি ভ্রাম্যমাণ আদালতে ১৩৪ জনকে ৮৫ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয় বলে বার্তায় বলা হয়েছে। একই সাথে বিনামূল্যে দেড় হাজারের অধিক মাস্কও বিতরণ করে।

আরও পড়ুন