রিমান্ড শেষে হেফাজত নেতা আজহারুল কারাগারে

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 02:03 PM
Updated : 21 June 2021, 02:03 PM

সোমবার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে কওমী মাদ্রাসাভিত্তিক দলটির নেতা আজহারুল ইসলামকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) ডেমরা জোনাল টিমের উপ-পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৫ জুন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে হেফাজতেই ইসলামের বিক্ষোভকেন্দ্রীক সংঘর্ষের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় আজাহারকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

গত ১৫ জুন ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।  

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে ওই সময় পুলিশ কর্মকর্তারা জানান।

আরও পড়ুন