ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতে শেখ হাসিনার শোক

ভারতের কেরালায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানিতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2020, 02:23 PM
Updated : 14 August 2020, 02:23 PM

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন শেখ হাসিনা।
শোক বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “কেরালার কোঝিকোড় বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজ দুর্ঘটনার সংবাদে আমি শোকাহত ও মর্মাহত।

“এই মর্মান্তিক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাচ্ছি।”

শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন।

দুবাই থেকে ১৯০ জন আরোহী নিয়ে শুক্রবার সন্ধ্যায় কেরালার কালিকট (কোঝিকোড়) বিমানবন্দরে অবতরণের সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়াজাহাজ (ফ্লাইট আইএক্স-১৩৪৪) দুর্ঘটনায় পড়ে।

প্রবল বৃষ্টির মধ্যে অবতরণের সময় সেটি রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে যায়। ওই দুর্ঘটনায় উড়োজাহাজটির ১৮ আরোহী মারা যান।