চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পদক্ষেপ জানতে চায় আদালত

চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় সরকারের কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2020, 12:15 PM
Updated : 19 July 2020, 12:15 PM

আগামী ১০ অগাস্টের মধ্যে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে প্রতিবেদন আকারে তা আদালতকে জানাতে বলা হয়েছে।

চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্য ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।

আইনজীবী পল্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আমাদের বক্তব্য শোনার পর চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন। এ বিষয় আগামী ১২ অগাস্ট পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন।”

চিকিৎসাবর্জ্যের বিধিসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ৪৮ ঘণ্টার সময় দিয়ে গত ১২ জুলাই একজন পরিবেশবিদ ও একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সরকারকে উকিল নোটিস দেওয়া হয়।

চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮ এর বিধান পূর্ণাঙ্গ বাস্তবায়নের অনুরোধ করা হয় নোটিসে। 

কিন্তু সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে সাড়া না পেয়ে গত ১৪ জুলাই রিট আবেদন করা হয় হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায়।

রিটে বিবাদি করা হয় পরিবেশ সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বন ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের।