কোভিড-১৯: বগুড়ার আরডিএ মহাপরিচালকের মৃত্যু

বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক মো. আমিনুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2020, 06:07 AM
Updated : 11 July 2020, 06:33 AM

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয় বলে আরডিএ’র পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ বিভাগ) সুফিয়া নাজিম জানিয়েছেন।

বর্তমানে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বে থাকা সুফিয়া শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৩ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন আমিনুল। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মো. আমিনুল ইসলাম

“২৯ জুন থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।”

আমিনুল গত ২৪ জুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আমার জ্বর নেই, একটু ঠাণ্ডা লেগে ছিল, ঠাণ্ডার সমস্যাটা আমার ছোটবেলা থেকেই। ঠাণ্ডার সঙ্গে হালকা কাশি ছিল, কাশিটা যাচ্ছিল না বলে পরীক্ষা করাই।”

শরীরে করোনাভাইরাস শনাক্তের পর কিছুদিন আরডিএ-তে নিজের বাংলোতে আইসোলেশনে ছিলেন তিনি। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আমিনুলের স্ত্রী ও দুই ছেলে রাজশাহী থাকেন। তার দুই ছেলের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে সুফিয়া জানান।

বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আমিনুল নাটোর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিরাজগঞ্জের জেলা প্রশাসক, খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব, রাজশাহী বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগের পরিচালক এবং রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের দায়িত্বে ছিলেন।