দায়িত্ব নিয়েই ডিএসসিসির দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন তাপস

মেয়রের দায়িত্ব নিয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শীর্ষস্থানীয় দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন শেখ ফজলে নূর তাপস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2020, 03:02 PM
Updated : 17 May 2020, 03:09 PM

এরা হলেন- ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও উপ প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার।

কী কারণে এই দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হল, তা জানা যায়নি।

তবে দায়িত্বগ্রহণের পরদিন রোববার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে নগর ভবনে এসে তাপস বলেছিলেন, ডিএসসিসিকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান তিনি।

এরপরই দুজনকে বরখাস্তের আদেশ আসে মেয়রের স্বাক্ষরে।

ডিএসসিসির একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তাদের দুজনকে টার্মিনেট করা হয়েছে।”

বরখাস্তের আদেশে লেখা হয়েছে, ‘জনস্বার্থে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থে’ তাদের চাকরি থেকে অপসারণ করা হল এবং তা এখনই কার্যকর হল।

সংসদ সদস্য পদ ছেড়ে মেয়র নির্বাচিত হওয়া তাপস শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

রোববার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি নগর ভবনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নতুন মেয়র তাপস কর্মকর্তাদের নিষ্ঠা,আন্তরিকতা এবং সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি তাদের সতর্ক করে বলেন, “ডিএসসিসি হবে গর্বের, আস্হার এবং মর্যাদাশীল প্রতিষ্ঠান। দুর্নীতি এবং দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

“এ ধরনের কোনো কিছু নজরে আসার সাথে সাথেই কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং যত বড় কর্মকর্তাই হোক কাউকেই ছাড় দেয়া হবে না।”