বিশেষ সেবা দেবে বিআরটিসি, বিল উত্থাপন

বিশেষ পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা দেওয়ার বিধান যুক্ত করে ১৯৬১ সালের অধ্যাদেশ বাতিল করে বিআরটিসির জন্য নতুন আইন করতে সংসদে বিল তোলা হয়েছে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2020, 04:14 PM
Updated : 20 Jan 2020, 04:14 PM

সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিল-২০২০ সংসদে তোলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিলে বিশেষ পরিস্থিতি যেমন হরতাল, পরিবহন ধর্মঘট, জরুরি অবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব ইজতেমা, মুক্তিযোদ্ধা সমাবেশ এবং অনুরূপ কোনো পরিস্থিতিতে বিশেষ সড়ক পরিবহন সেবা প্রদান করার বিধান যুক্ত করা হয়েছে।

প্রস্তাবিত আইনে বিআরটিসির মূলধনের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।

আগে অনুমোদিত মূলধন ছিল ৬ কোটি টাকা। প্রস্তাবিত আইনে তা এক হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে, অনুমোদিত মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ১০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে।

প্রস্তাবিত আইনে পরিচালনা পর্ষদের সদস্য ১১ থেকে ২৩ জন করা হয়েছে।

বিলে বলা হয়েছে, সরকারের অনুমোদন নিয়ে দেশের যেকোনো স্থানে এবং বিদেশে বিআরটিসির অফিস, ইউনিট, প্রশিক্ষণ কেন্দ্র, মেরামত কারখানা বা ডিপো স্থাপন করার বিধান রাখা হয়েছে।