কৃষ্ণা রায়কে চাপা দেওয়া বাসের সহকারীর জামিন

রাজধানীর বাংলামোটরে বিআইডব্লিউটিসির কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীকে চাপা দেওয়া বাসের সহকারী বাচ্চু মিয়াকে জামিন দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 10:33 AM
Updated : 17 Nov 2019, 10:33 AM

রোববার ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসী শুনানি শেষে জামিনের আদেশ দেন।

ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে শুক্রবার রাতে বাচ্চুকে মিয়াকে গ্রেপ্তার করা হয়।

শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর উপ-পরিদর্শক আল-আমিন শেখ। বাচ্চু মিয়ার পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন।

ওইদিন আদালত বাচ্চু মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য রোববার দিন ঠিক করেন।

রোববার বাচ্চুর পক্ষে আইনজীবী বেগম মাসুম জাহান শুনানিতে বলেন, “মামলার ধারা জামিনযোগ্য। আসামি নির্দোষ, পরিস্থিতির শিকার। তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।  জামিন দিলে আসামি পলাতক হবেন না।”

অন্যদিকে রাষ্ট্রপক্ষে হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. ফরিদ মিয়া জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি জামিনযোগ্য ধারায় হওয়ায় দুই হাজার টাকা মুচলেকায় আগামী ধার্য তারিখ ১১ ডিসেম্বর পর্যন্ত আদালত বাচ্চুকে জামিন দেনয়।

গত ৩ সেপ্টেম্বর মামলাটিতে বাসচালক মো. মোরশেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তিনি জামিনে আছেন।

গত ২৭ আগস্ট বাংলামোটর এলাকায় ফুটপাতে থাকা অবস্থায় ট্রাস্টের যাত্রীবাহী বাসটি তাকে চাপা দেয়। এতে একটি পা হারান তিনি।

এ ঘটনায় কৃষ্ণা রায়ের স্বামী রাধে শ্যাম চৌধুরী হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় গাড়ির মালিক, চালক ও সহকারীকে আসামি করা হয়েছে।

দুর্ঘটনার পর গত ১ সেপ্টেম্বর রাতে কৃষ্ণা রায়কে চাপা বাসটির চালক মো, মোরশেদকে রাজধানীর মিরপুরের কাজীপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

পরে আদালতে দেওয়া জবাবন্দিতে মোরশেদ জানান, সেদিন বাংলামোটরের রাস্তায় নির্মাণাধীন মেট্রোরেলের সরঞ্জাম বহনকারীদের ‘সাইড’ দিতে গিয়ে বাসটি সরাতে চেষ্টা করেন তিনি। তখন বাসটি একটি বড় ভবনের সামনের একটি খুঁটির সঙ্গে বাসটির ধাক্কা লাগে। পরে তিনি জানতে পারেন যে কৃষ্ণা রায়কে তিনি চাপা দিয়েছেন।

দুর্ঘটনার পর ট্রাস্ট ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ কৃষ্ণাকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে চাইলেও তা ফিরিয়ে দিয়েছে বিআইডব্লিউটিসি।