উপজেলা ভোট: দ্বিতীয় ধাপে ১৬২৬ জনের মনোনয়নপত্র জমা

দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ৬২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 07:42 PM
Updated : 18 Feb 2019, 07:42 PM

সোমবার মনোনয়নপত্র জমার শেষ সময় উত্তীর্ণ হওয়ার পর নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক এই তথ্য জানান।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ১৮ মার্চ।

আশাদুল জানান, দ্বিতীয় ধাপের ৫ বিভাগের ১৬ জেলার ১২৪ উপজেলার তথ্য এসেছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪৮৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৭৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর আগে প্রথম ধাপের ৮৬ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ১০৮৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মার্চ মাসে চার ধাপে উপজেলা নির্বাচনের ভোট হবে। এ পর্যন্ত তিনটি ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।