উপজেলা ভোট: প্রথম ধাপে ১০৮৮ জনের মনোনয়নপত্র জমা

প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ১০৮৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2019, 07:36 PM
Updated : 11 Feb 2019, 07:36 PM

এ ধাপের ৮৬টি উপজেলায় মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল রোববার।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ১২ ফেব্রুয়ারি;  প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ফেব্রুয়ারি এবং ১০ মার্চ ভোট হবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার কর্মকর্তারা সাংবাদিকদের জানান, ৮৬ উপজেলায় চেয়ারম্যান পদে ২৮৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৮৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরমধ্যে চার উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী, দুটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই উপজেলায় একক প্রার্থী রয়েছে।

বাছাইয়ে বৈধ হলে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে বাধা থাকবে না।

ইসি কর্মকর্তারা জানান, পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৮৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। উচ্চ আদালতের রায়ে সোমবার রাজশাহীর পবা উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। এ কারণে প্রথম ধাপে ৮৬টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

মার্চ মাসে চার ধাপে উপজেলা নির্বাচনের ভোট হবে। এ পর্যন্ত দুটি ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

আরও খবর