জুলহাস-তনয় হত্যার প্রতিবেদন ফের পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি
আদালত প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2018 01:23 PM BdST Updated: 17 Jan 2018 01:24 PM BdST
-
জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয়
রাজধানীর কলাবাগানে সমকামী অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যার ঘটনায় করা হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় ফের বাড়িয়েছে আদালত।
Related Stories
দুই মামলার দুই তদন্ত কর্মকর্তা বুধবার প্রতিবেদন দাখিলের ধার্য দিনে তা জমা দিতে না পারায় ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস সময় বাড়িয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেন।
এ নিয়ে আলোচিত এ মামলায় প্রতিবেদন জমার জন্য ২০টি ধার্য দিন পার হয়ে গেল বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ আদালতের সংশ্লিষ্ট পুলিশ সদস্য নূরুল ইসলাম।
মামলাটি দুটির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্ত করছেন একই তদন্ত সংস্থার পুলিশ পরিদর্শক নুরুল আফসার।
নূরুল জানান, এ মামলায শরীফুল ইসলাম কেরামত ও রাশিদুন্নবী ভূইয়া টিপু নামের দুই আসামি গ্রেপ্তার রয়েছেন।
দেশজুড়ে উগ্রপন্থিদের একের পর এক টার্গেট কিলিংয়ের ঘটনার মধ্যে ২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে ইউএসএইড কর্মকর্তা সমকামী অধিকারকর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ওই ঘটনায় কলাবাগান থানায় মামলা দায়ের করা হয়।
নিহত জুলহাজ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। হত্যাকাণ্ডের আগে ‘রূপবান’ নামের একটি ম্যাগাজিনের সম্পাদনার পাশাপাশি জুলহাস উন্নয়ন সংস্থা ইউএসএইডে কাজ করতেন।
জুলহাজের সঙ্গে নিহত তনয় নাট্যদল লোক নাট্যদলের শিশু সংগঠন ‘পিপলস থিয়েটার’ এ জড়িত ছিলেন।
-
পি কে হালদারের সহযোগী অবন্তিকাকে দুদকের জিজ্ঞাসাবাদ শুরু
-
পিএসসির নতুন সদস্য জাহিদুর রশিদ
-
গেজেট প্রকাশের পর ঠিক হবে এইচএসসির ফল প্রকাশের তারিখ
-
নিঃশর্ত ক্ষমা চাইলেন কুষ্টিয়ার এসপি
-
এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
-
পঞ্চম-অষ্টমের সমাপনী বাতিলের পরামর্শ ফরাসউদ্দিনের
-
নির্মাণ সামগ্রী যত্রতত্র ফেলে রাখলে জেল-জরিমানা
-
কদম ফোয়ারার কাছে নিহত ব্যক্তি ‘ছিনতাইয়ের শিকার’, ধারণা পুলিশের
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- বাংলাদেশের আঁটসাঁট বোলিং
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি পরিস্থিতি দেখে: শিক্ষামন্ত্রী
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- শেষ ওয়ানডেতেও অনেক চাওয়া বাংলাদেশের