পিইসির পর এসএসসির প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন

প্রাথমিক সমাপনীর শেষ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নও পরীক্ষার আগে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে একটি ফেইসবুক পেইজে।

সাজিয়া আফরিনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2017, 04:17 PM
Updated : 26 Nov 2017, 04:22 PM

রোববার সকাল ১১টায় পিইসির গণিত পরীক্ষা শুরু হওয়ার ৫০ মিনিট আগে ‘All Exam Suggetion Roki Vai’ নামে ওই ফেইসবুক পেইজে ছবি আকারে প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। হাতে লেখা প্রশ্নের উত্তরও সেখানে আপলোড করা হয়।

‘psc math fainal qu ২০১৭’ শিরোনাম দিয়ে প্রশ্ন ফাঁসের ওই পোস্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

দুপুরে পরীক্ষা শেষে ফাঁস হওয়া ওই প্রশ্নের সঙ্গে ঢাকা অঞ্চলের প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।

পিইসির আগে জেএসসি পরীক্ষার প্রশ্নও নিয়মিত ফাঁস হয়। প্রথম দিকে টাকার বিনিময়ে ফেইসবুক মেসেঞ্জারে প্রশ্ন পাওয়ার কথা শিক্ষার্থীরা জানালেও এক পর্যায়ে বিনামূল্যে বিভিন্ন ফেইসবুক গ্রুপ ও পেইজে প্রশ্ন-উত্তর তুলে দেওয়া হয়।

এভাবে প্রশ্ন ফাঁস নিয়ে বিভিন্ন মহল থেকে অসন্তোষ জানানো হলেও কর্তৃপক্ষ বলছে, তারা চেষ্টা করেও প্রশ্ন ফাঁস বন্ধ করতে পারছেন না।

‘All Exam Suggetion Roki Vai’ নামের ওই ফেইসবুক পেইজ জেএসসির প্রশ্ন ফাঁসেও ছিল বলে তাদের এক পোস্টে জানানো হয়েছে।

রোববার পিইসির পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর সেখানে এক পোস্টে এসএসসি ও এইচএসসি প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখানো হয়েছে।

লেখা হয়েছে, “Attention plzzz

Next mission

SSC+HSC পারসনাল গ্রুপ খুলা হয়েছে অনলি ঢাকা বোর্ড যাদের ১০০% রিয়েল প্রশ্ন লাগবে ইনবক্সে যোগাযোগ করবেন, শর্ত দেওয়া আছে।”

পিইসি জেলাভিত্তিক হওয়ায় “অনেকের কমন আবার অনেকের আসে নাই, but JSC 100% দিছি এটা প্রুভ আছে, সেইম SSC+HSC ও দেব।”

লাইক ও শেয়ার করে তাদের এই পোস্ট অন্যদেরও দেখার সুযোগ করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।