প্রবীণ সাংবাদিক, মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী আর নেই।
Published : 02 Sep 2017, 06:38 PM
শুক্রবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ জানিয়েছেন।
সালেহ চৌধুরীর বয়স হয়েছিল ৮১ বছর। তিন সন্তান রেখে গেছেন তিনি।
বিলুপ্ত দৈনিক বাংলার সহযোগী সম্পাদক ছিলেন সালেহ চৌধুরী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সালেহ চৌধুরী দৈনিক বাংলায় যোগ দিয়ে দুই দশক আগে এটি বন্ধ হওয়া পর্যন্ত সংবাদপত্রটিতে ছিলেন তিনি।
একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটিতে সক্রিয় ছিলেন।
যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচারে ১৯৯২ সালে সোহরাওয়ার্দী উদ্যানে যে গণআদালত বসেছিল, তার অন্যতম সাক্ষী ছিলেন তিনি। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও তিনি সাক্ষ্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৈয়দ আবদুল্লাহ খালেদ নির্মিত ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র নামকরণও করেন সাংবাদিক সালেহ চৌধুরী।
সালেহ চৌধুরী কমনওয়েথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ছিলেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের কর্মকর্তাও ছিলেন তিনি।
১৯৩৬ সালের ১১ নভেম্বর সুনামগঞ্জের গচিয়া গ্রামে জন্ম সালেহ চৌধুরীর।
তার মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন শোক প্রকাশ করেছেন।