আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিতে দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।
Published : 18 Jul 2017, 09:30 PM
গত ১০ জুলাই হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন অবসরপ্রাপ্ত এই বিচারপতি। তা স্থগিতের আবেদন নিয়ে মঙ্গলবার আপিল বিভাগে যায় দুর্নীতি দমন কমিশন।
তবে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কোনো স্থগিতাদেশ না দিয়ে তা শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন বলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৩ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।”
বিচারপতি জয়নুল আবেদীনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন।
তার জামিন আবেদনে বলা হয়েছিল, “সম্পদের হিসাব চেয়ে নোটিস দেয় দুদক। এরপর তিনি দুইবার দুদকে হাজির হয়েছিলেন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
“তারপরও গত ৫ ও ১৭ জুন একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, মামলা না হলেও দুদক তাকে গ্রেপ্তার করতে পারে। এ পরিস্থিতিতে গ্রেপ্তারের আশঙ্কায় আগাম জামিন আবেদন করা হল।’
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ১৮ জুলাই সম্পদের হিসাব চেয়ে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে নোটিস দেয় দুদক।
এ নোটিস চ্যালেঞ্জ করে তিনি ওই বছরের ২৫ জুলাই হাই কোর্টে রিট আবেদন করলেও বিষয়টি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেয় হাই কোর্ট।
এরপর ওই বছরের ২৫ অক্টোবর দুদক পুনরায় সম্পদের হিসাব দাখিল করতে নোটিস দেয়। এর সাত বছর পর গত জানুয়ারিতে দুদক আবার নোটিস দেয় তাকে। এ নোটিসে তাকে আগের সম্পদের হিসাব স্পষ্ট করতে দুদকে হাজির হতে বলা হয়। পাশাপাশি তার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে গত ২ মার্চ সুপ্রিম কোর্টকে চিঠি দেয়।
এর জবাবে তদন্ত না করতে গত ২৮ এপ্রিল দুদককে পাল্টা চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে।