জামিন পাননি হাসনাত
আদালত প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2016 04:48 PM BdST Updated: 24 Aug 2016 05:18 PM BdST
-
হাসনাত রেজাউল করিম (ফাইল ছবি)
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিমের জামিন নাকচ করে দিয়েছে আদালত।
Related Stories
ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমান বুধবার হাসনাতের জামিন আবেদন শুনে তা নাকচ করে দেন বলে তার আইনজীবী শাহ মোহাম্মদ শাহাব উদ্দিন জানিয়েছেন।
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দুই দফায় আট দিন করে রিমান্ড শেষে গত সোমবার হাসনাতকে আদালতে হাজির করে পুলিশ।
ওইদিনই তার জামিনের আবেদন করা হয়, যার ওপর বুধবার শুনানি হয়।
গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।
ওই ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকে নজরদারিতে রাখা হয়েছিল।
২ অগাস্ট সন্ধ্যায় গুলশান থেকে হাসনাত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকা মহানগর হাকিম তার আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে ১৩ অগাস্ট মূল মামলায় আরও আটদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বুধবার বিচারক হাসনাতের জামিন আবেদনের ওপর শুনানিই নিতে চাননি বলে জানিয়েছেন আইনজীবী শাহ মোহাম্মদ শাহাব উদ্দিন।
তিনি বলেন “কি কারণে তার মক্কেলের জামিন নাকচ করা হয়েছে সেটিও বিচারক মৌখিকভাবে উল্লেখ করেননি।”
-
স্ত্রীর পাশে শায়িত হলেন গাফ্ফার চৌধুরী
-
গাফফার চৌধুরীকে সাংবাদিকদের শ্রদ্ধা
-
বাহরাইনে ছবির গল্পে-কথায় এক টুকরো বাংলাদেশ
-
প্রচার শুরু: মাঠ পর্যায়ে যাচ্ছেন সিইসি ও কমিশনাররা
-
শহীদ মিনারে শনিবার দুপুরে গাফফার চৌধুরীকে শ্রদ্ধা
-
শান্তি মিশনে নিহত ২ বাংলাদেশির জন্য ‘দ্যাগ হ্যামারশোল্ড’ পদক
-
কোভিডে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছি: পিএসসি চেয়ারম্যান
-
৪৪তম বিসিএস প্রিলিমিনারিতে অনুপস্থিত ২১%
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’