Published : 24 Aug 2015, 10:19 PM
একইসঙ্গে শিক্ষকদের আন্দোলনের মুখে থাকা উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়াকে ছয় মাস পর্যবেক্ষণ করার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, উপাচার্য সকল মহলকে সঙ্গে নিয়ে কীভাবে পরিস্থিতির উন্নতি করেন আগামী ছয় মাস তা পর্যবেক্ষণ করা হবে। এর পরের পরিস্থিতি ও উন্নতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।
তবে ‘সব ধরনের আন্দোলন’ বন্ধ রেখে নিয়মিত ক্লাস পরিচালনা করতে অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।
মন্ত্রণালয় বলেছে, শিক্ষকদের যেকোনো অভিযোগ, সমস্যা ও পরামর্শ কর্তৃপক্ষকে জানালে তারা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল সভা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে চিঠিতে নতুন নিয়োগ ‘আপাতত’ বন্ধ রাখতে বলা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সব সিন্ডিকেট সদস্য ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যদের কাছে এই চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।
উপাচার্যের বিরুদ্ধে ‘অসৌজন্যমূলক আচরণ’ ও প্রশাসন পরিচালনায় ‘অযোগ্যতার’ পাশাপাশি নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে সরকার সমর্থক ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’।
তবে শিক্ষকদের আন্দোলনকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিজের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেন উপাচার্য।