আওয়ামী লীগের পতনের পর গত ১৬ অক্টোবর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 11 Feb 2025, 04:39 PM
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় গ্রেপ্তার ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা চৌধুরী ও সদস্য মহিতুল হক এনাম চৌধুরী মঙ্গলবার এ আদেশ দেন।
এদিন ট্রাইবুনালে তিনটি আবেদনের ওপর শুনানি হয়। দুটি মামলার শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ এবং অপরটির শুনানি করেন গাজী মোনাওয়ার হোসাইন তামিম।
বি এম সুলতান মাহমুদ বলেন, উত্তরা এলাকার কনস্টেবল হোসেন আলীকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন তিনি। ট্রাইব্যুনাল আগামী ১৬ ফেব্রুয়ারি তাকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে।
দ্বিতীয় আবেদনটি ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেপ্তার দেখানো প্রসঙ্গে। এই ছয় নেতা অন্যান্য মামলায় গ্রেপ্তার হয়ে ইতোমধ্যে কারাগারে আছেন।
সুলতান মাহমুদ বলেন, “ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ প্রডাকশন ওয়ারেন্ট মূলে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে। প্রডাকশন আবেদনের ওপর শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১৭ ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।”
এ ছয়জন হলেন- সাবেক মেয়র আতিকুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মন্ডল, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন এবং মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল।
গত ১৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
ওই সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. তালেবুর রহমান বলেছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা তিনটি মামলার আসামি আতিকুল ইসলাম। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কৌঁসুলি সুলতান মাহমুদ জানান, একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন শুনানি করেন কৌঁসুলি গাজী মোনাওয়ার হোসাইন তামিম। ট্রাইব্যুনাল সেই আবেদনও মঞ্জুর করেছে।
মহাখালী ডিওএইচএস থেকে গ্রেপ্তার ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিক
তিন হত্যা মামলায় কারাগারে সাবেক মেয়র আতিক