অবহেলা ও মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগে এক রোগীর মৃত্যুর প্রমাণ পেয়েছে বিএমডিসি।
Published : 29 Jun 2024, 11:01 PM
দায়িত্বে অবহেলা ও মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগে তিন বছর আগে এক রোগীর মৃতু্যর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধ স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-বিএমডিসি।
ওই দুজন হলেন- বসুন্ধরা আবাসিক এলাকার আকবর হেলথ কেয়ারের চিকিৎসক মো. নুরুল আজিম ও তানজিমা তাজরিন।
বিএমডিসি গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে নুরুল আজিমের নিবন্ধন পাঁচ বছর ও তাজরিনের নিবন্ধন এক বছরের জন্য স্থগিতের কথা জানিয়েছে।
এই সময়ে তারা কোনো চিকিৎসা দিতে পারবেন না। নিজেদের চিকিৎসক হিসেবে পরিচয়ও দিতে পারবেন না।
বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. লিয়াকত হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিরপুর ডিওএইচএসের বাসিন্দা আহমেদ রশিদ ও শর্মিষ্ঠা আহমেদের মেয়ে শ্রেয়সী আহমেদ ঐশীর চিকিৎসা করেন নুরুল আজিম। ২০১৯ সালের ৩ নভেম্বর নুরুল আজিমের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলায় ঐশীর মৃত্যুর অভিযোগ করে তার পরিবার।
“পরে অভিযোগকারী ও চিকিৎসক নুরুল আজিমের সাক্ষাৎকার নেওয়া হয়। বিএমডিসির তদন্ত কমিটিতেও এ চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে পালনে অবহেলার প্রমাণ পাওয়া যায়। তদন্তে দেখা যায়, মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগে রোগীর মৃত্যু হয়।”
চিকিৎসক তানজিয়া তাজরিনের বিষয়ে বিএমডিসি বলেছে, “নুরুল আজিমের তত্ত্বাবধানে কাউন্সেলিংয়ের কাজ করতেন তিনি। তার কাউন্সেলিংয়ে অদক্ষতা, অপেশাদার আচরণ ও পেশাগত স্বীকৃত কাঠামো মেনে চলার অসামর্থ্যতা প্রতীয়মান হয়েছে। এ ছাড়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ও তার ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞানের ঘাটতিও প্রমাণিত হয়েছে।”
নুরুল আজিম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপনারা যা দেখেছেন, তা ঠিকই আছে। বিএমডিসি একটা বিজ্ঞপ্তি দিয়েছে। এখন আমরা আমাদের আইনজীবীর মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেব।”